
ঝিনাইদহের শৈলকূপা থেকে ওয়ান শুটারগানসহ শামছুজ্জামান (৪৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬ ।
১৪ ফেব্রুয়ারি, বুধবার এক অভিযানে তাকে উপজেলার শেখপাড়া থেকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত সন্ত্রাসী শামছুজ্জামান কুষ্টিয়া জেলার কুমারখালী রাজাপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ কোম্পানী কমান্ডার মেজর নাইম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি দুপুর আড়াইটার দিকে নিশ্চিন্তপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শামছুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বিভিন্ন থানায়।
র্যাব জানায়, পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতার আসামিকে শৈলকূপা থানায় হস্তান্তর করা হয়েছে ।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]