
মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি 'কিয়ো কোরাল'।
১৪ই ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকাল ৩টায় জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করেছে।
জাহাজটিতে মেট্রোরেলের ৪৯১ প্যাকেজের ৫হাজার ১শত ১৮ মে. টন বিভিন্ন মালামাল রয়েছে।
এর আগে ভিয়েতনাম বন্দর থেকে গত ৬ই ফেব্রুয়ারি মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে 'এমভি কিয়ো কোরাল'।
'এম ভি কিয়ো কোরাল' জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো: ওয়াহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে।
মেট্রোরেলের এ সকল মালামাল খালাসের সঙ্গে সঙ্গেই নদী পথে বিশেষ নৌযানে (বার্জ) করে তা নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে।
বিবার্তা/জাহিদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]