
পূর্ব সুন্দরবনের একটি খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা বাঘের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
১৪ ফেব্রুয়ারি, বুধবার বিকেলে কচিখালী স্টেশন এলাকায় প্রাণিসম্পদ ও বন বিভাগের যৌথ টিম এই ময়নাতদন্ত সম্পন্ন করে।
৯ ফুট দৈর্ঘ্য ও ২৫৫ কেজি ওজনের বাঘটির বয়স হয়েছিল ১৫ বছর।
ময়নাতদন্তে অংশ নেওয়া মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুছ আলী বলেন, বাঘটির শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে।
বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো জানান, বাঘটির দেহাবশেষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সুন্দরবনের করমজল গবেষণাকেন্দ্রে সংরক্ষণ করা হবে। সেখানে করমজল ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত থাকবে বাঘটি।
পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান জানান, বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে। উদ্ধার হওয়া বাঘটির মরদেহের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো রাজধানীস্থ বনবিভাগের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। সেখানকার রিপোর্টে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় বাঘটির মরদেহ উদ্ধার করে বনরক্ষীরা।
বিবার্তা/রাজু/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]