
আজ পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তের প্রথম দিন, পাশাপাশি বিশ্ব ভালোবাসা দিবস। ফাগুনের উতাল হাওয়ায় প্রকৃতিও যেন সেজেছে রঙিন রূপে। দিবসটিকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ নিজেদের রাঙিয়ে দিবসটি পালন করছে উৎসবমুখর পরিবেশে।
একইদিনে উদ্যাপিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা। তাই সনাতন ধর্মাবলম্বীরা দিনটি পালন করছে ধর্মীয় ভাবগাম্ভীর্যে। দিনটিকে ঘিরে তরুর তরুণীরাও সেজেছে বাসন্তী সাজে।
এদিকে কুষ্টিয়ার দৌলতপুর কলেজে বসন্ত উৎসব উদ্যাপন করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি, বুধবার ১লা ফাল্গুন বসন্তের প্রথমদিনে নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।
এদিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুস সলাম।
অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। এছাড়াও অনুষ্ঠানে দৌলতপুর কলেজের শিক্ষার্থীরা নৃত্য ও আবৃত্তিতে অংশ নেয়। বাসন্তী সাজে সেজে আসা দৌলতপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে দৌলতপুর কলেজ চত্বর।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]