মানুষের অত্যাচারে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ক্ষতবিক্ষত হচ্ছে
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৭
মানুষের অত্যাচারে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ক্ষতবিক্ষত হচ্ছে
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানুষের অত্যাচারে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ক্ষতবিক্ষত হচ্ছে। সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ নিধনের ফলে জীববৈচিত্র হুমকিতে পড়েছে। অভয়াশ্রম ও অভয়ারণ্যে বনবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। সুন্দরবন সংলগ্ন এলাকায় বনবিনাশী সকল প্রকল্প থেকে সরে আসতে হবে। শিল্প দূষণ, প্লাস্টিক দূষণ, বন্যপ্রাণী হত্যা ও বিষ প্রয়োগ ঠেকাতে না পারলে সুন্দরবন তার অস্তিত্ব হারাবে।


১৪ ফেব্রুয়ারি, বুধবার সকালে সুন্দরবন দিবস-২০২৪ উপলক্ষ্যে সুন্দরবন সংলগ্ন মোংলার দক্ষিণ কাইনমারিতে আলোচনা সভা ও মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাদাবন সংঘ ও পশুর রিভার ওয়াটার কিপারের আয়োজনে এ আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাদাবন সংঘের প্রোগ্রাম ম্যানেজার লায়লা খাতুন, বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, বাপা নেতা নাজমুল হক, বাগেরহাট জেলা জেলে সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ মন্ডল, পশুর রিভার ওয়াটারকিপার ভলানটিয়ার তন্বী মন্ডল, মাহারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু, শেখ আরিফুর রহমান প্রমুখ।


আলোচনা সভায় বাদাবন সংঘের লায়লা খাতুন বলেন সুন্দরবন মায়ের মতো আমাদের আগলে রাখে। সুন্দরবন রক্ষা করতে না পারলে এই অঞ্চলের বাস্তুতন্ত্রের বিপর্যয় ঘটবে। সুন্দরবন রক্ষায় সবাইকে যুথবদ্ধ ভাবে কাজ করতে হবে। আলোচনা সভা ও মানববন্ধনে বাগেরহাট জেলা জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল বলেন কতিপয় অসাধু প্রভাবশালী মহল ও অসৎ কর্মকর্তা সুন্দরবনে বিষ প্রয়োগের সাথে জড়িত। সুন্দরবনের উপর নির্ভরশীল প্রকৃত জেলে ও বনজীবিরা বনের ক্ষতি করতে পারেনা। মুনাফালোভী ব্যবসায়ী ও অসৎ কর্মকর্তার যোগসাজশে সুন্দরবনে প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ এবং কাঁকড়া আহরণ করা হয়ে থাকে। সভাপতির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বলেন সুন্দরবন সংলগ্ন এলাকায় গত ২৩ বছর ধরে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হচ্ছে।


পরিবেশকর্মী, নাগরিক নেতৃবৃন্দ, বনজীবিসহ সর্বস্তরের মানুষের দাবি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষা এবং এর গুরুত্ব অনুধাবনে সরকারি ভাবে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করা হোক। আলোচনা ও মানববন্ধন শেষে সুন্দরবন দিবস উপলক্ষ্যে বনজীবিদের অংশগ্রহণে র‌্যালি অনুষ্ঠিত হয়।


বিবার্তা/জাহিদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com