ঝিনাইদহে মাদক সিন্ডিকেটের ৬ কারবারি আটক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০২
ঝিনাইদহে মাদক সিন্ডিকেটের ৬ কারবারি আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে মাদক সিন্ডিকেটের ৬ কারবারিকে আটক করেছে পুলিশ ।


১১ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ বলেন, শনিবার রাতে এক বিশেষ অভিযানে ইয়াবাসহ ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলো- সাজ্জাদ হোসেন টিপু, জীবন হোসেন, রাসেল মিয়া, ইয়ারুল ইসলাম, আনিচ হোসেন ও শামীম হোসেন। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিচ ইয়াবা।


আটককৃতদের বাড়ি চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে।


ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শাহীন উদ্দীন জানান, শহরের মডার্ন মোড় এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ৬ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।


এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। পরে আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/রায়হান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com