
কুষ্টিয়ার দৌলতপুরে ৩জন চাল ব্যবসায়ীকে ২২হাজার টাকা অর্থদণ্ড দিয়েছের ভ্রাম্যমাণ আদালত।
১১ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে উপজেলার প্রাগপুর বাজারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অবৈধ ভাবে চাল মজুত করার অভিযোগে উপজেলার প্রাগপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এ সময় নজরুল স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও লাইসেন্স নবায়ন না থাকায় সুজন স্টোরকে ১০ হাজার এবং রুবেল স্টোরকে ২ হাজার টাকা সহ মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম জানান, প্রাগপুর বাজারে অবৈধভাবে খাদ্যদ্রব্য মজুত রাখায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই বাজারে লাইসেন্স নবায়ন না করায় আরো দুই চাল ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিবার্তা/শরীফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]