চট্টগ্রামের কর্ণফুলীতে নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত কর্মস্থলে যোগ দিয়েছেন।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নিজ দফতরে যোগদান শেষে তিনি উপজেলার সব দফতরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। নিয়ম অনুযায়ী তিনি পূর্বের ইউএনও থেকে দায়িত্ব বুঝে নেন।
গত বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক আদেশে ইউএনও হিসেবে মাসুমা জান্নাত কে পদায়ন করা হয়।
জানা যায়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইউএনও হিসেবে সংযুক্ত হওয়ার পূর্বে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম সদর সার্কেল ও দাগনভূঁইয়ার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তথ্যসূত্রে জানা যায়, মাসুমা জান্নাতের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দিলজানবাড়ি।
মাসুমা জান্নাত ৩৫তম বিসিএসের প্রশাসন ক্যাডার। পড়াশোনা করেছেন পেকুয়ার রাজাখালী ফৈজুন্নেছা উচ্চবিদ্যালয়ে মাধ্যমিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর।
কর্ণফুলীতে যোগদান করে তিনি পাঁচ ইউনিয়নের সকল জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিবার্তা/জাহেদ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]