
চুয়াডাঙ্গায় পাবলিক পরীক্ষায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষে প্রক্সি দিতে আসা সালমা খাতুন (২৪) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১০ ফেব্রুয়ারি, শনিবার বেলা ২টার দিকে জেলার আলমডাঙ্গা মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সালমা খাতুন একই উপজেলার রাধিকাগঞ্জের জহুরুল হকের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
মোবাইল কোর্ট সূত্র জানায়, শনিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের বিএ/বিএসসি চতুর্থ বর্ষের সমাজতত্ত্ব -৩ বিষয়ের পরীক্ষা ছিল। এ পরীক্ষায় আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু।
কিন্তু তার পরির্বতে প্রক্সি হিসেবে পরীক্ষা দিতে এসেছিলেন সালমা খাতুন। বিষয়টি পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তাদের নজরে আসলে তারা ওই ভুয়া পরীক্ষার্থীকে আটক করে প্রশাসনকে অবহিত করেন।
পরে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় আসল পরীক্ষার্থীর স্থলে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করায় পাবলিক পরীক্ষাসমূহে অপরাধী আটক ১৯৮০ আইনের ৩ ধারায় ভুয়া পরীক্ষার্থী সালমা খাতুনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২’শ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজান নিতুর বক্তব্য পাওয়া যায়নি।
বিবার্তা/আসিম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]