
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপির তালবাড়িয়া গ্রামের একটি খাল থেকে ওয়াদুদ শেখ (৮৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ওয়াদুদ শেখ দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মৃত ইবাদত শেখের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
১০ ফেব্রুয়ারি, শনিবার সকালে বাড়ির পাশে খালে ওই বৃদ্ধের লাশ দেখতে পেয়ে তার ছেলেরা পিতার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত ওয়াদুদ শেখের স্ত্রী বেশ কিছুদিন আগে মারা যায়। স্ত্রী মৃত্যুর পর ওয়াদুদ শেখ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। প্রতিদিন ভোরে বাড়ির পাশের চায়ের দোকানে চা-রুটি খেতে যেতেন। সকালে ফজরের নামাজ পড়ে ওয়াদুদ শেখ ওই দোকানের উদ্দেশ্য রওনা হন। রাস্তার পাশে খালে ওয়াদুদের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা। এ সময় তার ছেলেরা নিহতের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
পরবর্তীতে নিহতের স্বজনরা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]