
খুলনার ডুমুরিয়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে চার জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
১০ ফেব্রুয়ারি, শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সরদার শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন খর্ণিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৪০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৮) এবং অজ্ঞাত নারী (২৬)। তারা সবাই খুলনা জেলার বাসিন্দা।
বিবার্তা/তুরান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]