মোংলায় দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও স্বাবলম্বীর উপকরণাদি বিতরণ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৮
মোংলায় দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও স্বাবলম্বীর উপকরণাদি বিতরণ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ মোংলার উপকূলের দরিদ্র শ্রেণি পেশার লোকজনের মাঝে আর্থিক সহায়তা ও স্বাবলম্বীর উপকরণাদি বিতরণ করেছেন।


১০ ফেব্রুয়ারি, শনিবার বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোন'র মোংলা এনেক্স চত্বরে এ আর্থিক অনুদান, ভ্যান, সেলাই মেশিন ও গরু বিতরণ করেন বাংলাদেশ কোস্ট গার্ড পরিবারকল্যাণ সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ।


এ অনুষ্ঠানের প্রধান অতিথি শারমিন এরশাদ গরীব ১২জন শিক্ষার্থীকে নগদ অনুদান, ৮জন অসহায়কে ভ্যান ও ৮জন দরিদ্র ও বিধবাদের ভ্যান এবং ১টি অসচ্ছল পরিবারকে বাচ্চাসহ গাভি প্রদান করেন।


পরে অসহায় ও বিধবা নারীদের নকশি কাঁথা, আলপনা ও মৃৎ শিল্প প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিবার কল্যাণ সংঘের অন্যান্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ২০২২ সাল হতে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলের অসহায়-দরিদ্র পরিবারের মাঝে উন্নয়ন সহায়তা প্রদান করে আসছেন।


বিবার্তা/জাহিদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com