
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে লোহাগড়া উপজেলার শালবরাত এলাকার কদমতলা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন উপজেলার লাহুড়িয়া ইউপির ডহরপাড়া গ্রামের মৃত মইনুদ্দিন শেখের ছেলে আলাউদ্দিন শেখ (২৫) এবং ইতনা ইউপির ডিগ্রীরচর গ্রামের ওবায়দুল শেখের ছেলে আশিক শেখ (২৪)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এসআই মো.ফারুক হোসেন, সহকারী উপ-পরিদর্শক এএসআই আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান চালিয়ে উপজেলার শালবরাত এলাকার কদমতলা থেকে আলাউদ্দিন শেখ ও আশিক শেখ নামে দুই যুবকের ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
এব্যাপারে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত বলেন, আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]