
ব্রাহ্মণবাড়িয়ায় রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের আয়োজনে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুকাটা প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে শহরের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. আবু সাইদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. মনির হোসেন, রোটারি ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহজাদা, রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের সাধারণ সম্পাদক জুয়েল রহমান প্রমুখ।
এসময় অপারেশন পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটির প্রাক্তন সহযোগী অধ্যাপক (প্লাস্টিক সার্জারি
বিভাগ) ডা. শরীফ হাসান।
এ সময় আগামী তিন মাসে প্রায় দের শতাধিক ঠোঁটকাটা তালুকাটা রোগীকে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হবে বলে জানানো হয়।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]