
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জনতা ব্যাংকের গ্রাহকের কাছ থেকে টাকা চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছে এমদাদুল ইসলাম বাদল (৩৯) নামের এক চোর। তিনি কিশোরগঞ্জ জেলার কর্ষা কৈরাল ইউনিয়নের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
সরাইল জনতা ব্যাংক কর্তৃপক্ষ ওই চোরকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন সরাইল থানা উপ-পুলিশ পরিদর্শক মো. জয়নাল উদ্দিন।
সরাইল উপজেলা জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. বায়োজিদ বলেন, বুধবার দুপুরে সরাইল উপজেলা জনতা ব্যাংক শাখার গ্রাহকের টাকা চোরের সময় আমরা হাতেনাতে ধরি। এমন ঘটনার কথা অনেকবার আমরা শুনেছি। আমার ব্যাংকের ভিতরে কোনো সময় এমন ঘটনা ঘটে নাই। চুরির সময় চোরকে আটক করার পর সরাইল থানা পুলিশের কাছে সোর্পদ করি।
তিনি আরোও বলেন, ব্যাংকের গ্রাহকদের সুবিধার্থে আমরা আরো দুইটি সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি।
সরাইল থানা পরিদর্শক (তদন্ত ) আ.স.ম আতিকুর রহমান বলেন, ব্যাংকে গ্রাহকের কাছ থেকে টাকা চুরির সময় এমদাদুল ইসলাম বাদল নামের এক চোরকে ব্যাংক কর্তৃপক্ষ হাতে নাতে আটক করেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
বিবার্তা/আকঞ্জি/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]