
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় আল্লারদর্গায় অবস্থিত আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে দুই দিন বয়সের নবজাতক ছেলে শিশু চুরি হয়েছে।
৭ ফেব্রুয়ারি, বুধবার দুপুর আনুমানিক ১ টার পরে এ ঘটনা ঘটেছে।
নবজাতকের পিতা ভেড়ামারা উপজেলার দিপু আলী বলেন, গত ৫ ফেব্রুয়ারি দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আমার স্ত্রী রিয়া খাতুনের ছেলে সন্তান জন্ম গ্রহণ করে। আজ বুধবার দুপুরে আমার শাশুড়ি রহিমন নেছা আমার বাচ্চা কোলে নিয়ে হাসপাতালের ভিতরে বসে ছিল, এসময় বোরখা পরা অপরিচিত একজন নারী নিজেকে নিঃসন্তান দাবি করে নবজাতককে কোলে নিতে চায়। পানির প্রয়োজন হলে শিশুটিকে অপরিচিত ওই নারীর কোলে দিয়ে আমার শাশুড়ি পানি আনতে গেলে শিশুটিকে কোলে নিয়ে ওই নারী হাসপাতাল থেকে দ্রুত বাইরে চলে যায়। ঘটনার তদন্ত করে আমার বাচ্চা ফেরত চাই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এ বিষয়ে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে দায়িত্বরত ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, এই ঘটনায় আমাদের কোন গাফিলতি নাই। আমরা সময় মত সকল কিছুর খোঁজ খবর রাখি। তবে, তাদের আত্মীয় স্বজনের কাছে থেকে কেউ যদি বাচ্চা নিয়ে চলে যায় তাহলে আমাদের কিছু করার থাকে না।
এ ঘটনার পর হাসপাতালের সিসি ক্যামেরা দেখে বোরকা পরা অপরিচিত ওই নারীর ভিডিও ফুটেজ ও ছবি বের করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ তদন্ত করে শিশু চুরির সাথে জড়িত ওই নারীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে দৌলতপুর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থানে এসে তদন্ত শুরু করেছি এবং নবজাতক উদ্ধারে পুলিশের সকল ইউনিট কাজ করছে।
বিবার্তা/তুহিন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]