চট্টগ্রামের কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল ব্যবহার করে খাদ্যপণ্য প্রস্তত ও প্রক্রিয়াকরণ করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
অভিযান সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ঘি দিয়ে খাদ্যপণ্য উৎপাদন এবং পচা শুঁটকি সংরক্ষণ করার দায়ে মাসুদ অ্যাগ্রো ফুড প্রসেসিং কোম্পানি লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নিবন্ধনের ব্যত্যয় ঘটিয়ে চকলেট উৎপাদন, কাঁচামাল সংরক্ষণে অব্যবস্থাপনা, ফুড এডিটিভস ও উৎপাদিত পণ্যের মেয়াদে সামঞ্জস্যতা না থাকায় চকলেট ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মইজ্জ্যারটেকের নূর সুইটসে পচা মিষ্টি সংরক্ষণ ও সরকারি কাজে অসহযোগিতা করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কর্ণফুলীতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/জাহেদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]