
ফেনীতে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৭। ৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-চট্টগ্রামের ভূজপুর থানার পূর্ব সোনাই কড়ই বাগান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. বেলাল হোসেন (২৭) ও বাচ্চু মিয়ার ছেলে শাহাদাত হোসেন বাবলু (২৮)।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার সাদেকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাকা রাস্তার মাথায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি পিকআপের চালকসহ দুজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গাড়িতে তল্লাশি করে ১৫লক্ষ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি বলেন, তারা দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক বিক্রেতাদের নিকট পাইকারি মূল্যে বিক্রি করে আসছে।
এছাড়া মালামাল পরিবহনের আড়ালে ছদ্মবেশে মাদক পাচার এবং ব্যবসার সাথে তারা জড়িত থাকার কথা স্বীকার করেন।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/মনির/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]