
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় শাহারুল ইসলাম (২৩) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।
৫ ফেব্রুয়ারি, সোমবার রাত ৮ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ১৭ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহারুল ইসলাম শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মহিষগাড়ী গ্রামের পুলিশ কর্মকর্তা জাকির হোসেনের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিম ক্যাম্পের সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান, রাত ৮ টার দিকে মোটরসাইকেলযোগে শাহারুল ইসলামসহ ২ জন কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহারুল ও অপরযাত্রী গুরুতর আহত হয়। মোটরসাইকেলটি রাস্তায় পড়ে আগুন ধরে যায়।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত শাহারুল ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]