
‘দেশের উন্নয়নে ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ব্যবসায়ীদের সুসম্পর্কে অর্থনৈতিক বিপ্লব ঘটে। অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তনে সবচেয়ে বেশি ব্যবসায়ীরাই অবদান রাখেন। এজন্য একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে। একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে’।
৪ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসন-পৌর আধুনিক কিচেন মার্কেট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান এসব কথা বলেন।
এর আগে ফলক উন্মোচন করে ২ তলা বিশিষ্ট মার্কেটটি উদ্বোধন করেন ডিসি।
লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন ও জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি শংকর মজুমদার প্রমুখ।
জানা গেছে, লক্ষ্মীপুর মাছ বাজার সড়কে দুইতলা বিশিষ্ট আধুনিক কিচেন মার্কেট নির্মাণ করা হয়। মার্কেটের নিচতলা ৩১শ বর্গফুট ও দোতলা ৩৬শ বর্গফুট। মার্কেটটি নির্মাণে ব্যয় প্রায় ১ কোটি ২২ লাখ টাকা হয়েছে।
বিবার্তা/সুমন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]