
রাজবাড়ীর পাংশা উপজেলায় আলামিন মোল্লা (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
৪ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আলামিন মোল্লা উপজেলার কলিমহর ইউনিয়নের কলিমহর পূর্বপাড়া গ্রামের ইসাক আলী মোল্লার ছেলে।
উপ-পুলিশ পরিদর্শক মো: তরিকুল ইসলাম জানান, সকালে উপজেলার কলিমহর ইউনিয়নের কলিমহর পূর্বপাড়া গ্রাম থেকে ১২ গ্রাম গাঁজাসহ আলামিন মোল্লাকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ রায় দেন। মাদক ব্যবসায়ী আলামিন মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]