পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বন্দরে ভিড়েছে জাহাজ
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৮
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বন্দরে ভিড়েছে জাহাজ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে ছেড়ে আসা লাইবেরিয়া পতাকাবাহী জাহাজ এমভি এসটি চোপিয়া মোংলা বন্দরে পৌঁছেছে।


বিভিন্ন ধরনের মেশিনারি মালামাল নিয়ে আসা এ জাহাজটি ৩ ফেব্রুয়ারি, শনিবার রাত ৮ টায় বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে।


জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং লাইন্স’র অপারেশন ম্যানেজার অসীম কুমার সাহা জানান, গত ৫ জানুয়ারি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ২ হাজার ৪শত ৭৮ প্যাকেজের প্রায় ১ হাজার ৬শত ৮১ মে. টন মেশিনারি মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি। এরপর শনিবার রাত ৮ টায় জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে।


উল্লেখ্য, আমদানি করা ওইসব মেশিনারিজ পণ্য বন্দর জেটিতে খালাস করা হবে। এর পর বন্দর জেটি থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।


বিবার্তা/জাহিদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com