টেকনাফে এক জালেই ৬৮০ ইলিশ, সোয়া ৩ লাখে বিক্রি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৭
টেকনাফে এক জালেই ৬৮০ ইলিশ, সোয়া ৩ লাখে বিক্রি
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূলে এক জালেই ধরা পড়েছে ৬৮০টি ইলিশ।


শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের লম্বরী পাড়া ঘাটে ইলিশগুলো সোয়া ৩ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।


ট্রলার মালিক সাব্বির আহমেদ লম্বরী পাড়ার বাসিন্দা। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চয়জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায় ট্রলারটি। বঙ্গোপসাগরে কয়েক কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলেন জেলেরা। জাল টেনে তুলতেই দেখেন ভরপুর ইলিশ। একে একে ৬৮০টি ইলিশ ট্রলার ভরে ঘাটে রওনা দেন জেলেরা।


জেলে নুর মোহাম্মদ জানান, ইলিশগুলো ঘাটে আনা হলে ব্যবসায়ী মোহাম্মদ জুনাইদ ৩ লাখ ১৫ হাজার টাকায় কিনে নিয়েছেন।


টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সাগরে ইলিশের প্রজনন মৌসুমে ২২ ও ৬৫ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি থাকে। এতে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। ফলে প্রায় সময়ই টেকনাফ উপকূলে বড় আকারের ইলিশসহ সামুদ্রিক মাছ ধরা পড়ছে।


বিবার্তা/ফরহাদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com