
খুলনার র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে রামপালের ভাগা বাজারের কামাল ফিলিং স্টেশনের সামনে থেকে সোলাইমান মোল্লা (৪৪) নামের একজনকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন র্যাব-৬ এর হাবিলদার মো. আ. মান্নান হাওলাদার।
রামপাল থানায় দাখিল করা এজাহার সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি, শুক্রবার রাত সোয়া ৯ টায় উপজেলার ভাগা বাজার এলাকার কামাল ফিলিং স্টেশন ও রেস্টুরেন্টের কাছে অভিযান পরিচালনা করেন র্যাবের একটি আভিযানিক দল।
এসময় উপজেলার চিত্রা গ্রামের দাউদ মোল্লার ছেলে সোলাইমান মোল্লাকে একটি ওয়ান শুটারগানসহ হাতেনাতে আটক করেন। ওই সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটক সোলাইমানকে ৩ ফেব্রুয়ারি, শনিবার সকাল সাড়ে ১০ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ আসামি আটক, মামলা দায়ের ও বাগেরহাটের আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/জাহিদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]