
নাটোরের গুরুদাসপুরে কীটনাশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় লাখ লাখ টাকার সার, বীজ ও ওষুধ আগুনে পুড়ে গেছে।
৩ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোয়ালশুড়া দড়িপাড়া গ্রামের কিরণমালার মোড়ে মো. দেলবার হোসেনের দোকানে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেলবার ওই গ্রামের আমজাদ সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শনিবার দুপুরে কীটনাশকের দোকান বন্ধ করে বাসায় যান দেলবার হোসেন। এরই মধ্যে বৈদ্যুতিক শর্টসার্কিটে দোকানের বৈদ্যুতিক বাল্ব ও হোল্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দোকানে থাকা নগদ টাকাসহ বীজ, সার ও ওষুধ পুড়ে যায়। স্থানীয়রা চেষ্টা করে আগুন নেভালেও দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী আব্দুল মতিন জানান, ওই কীটনাশকের দোকানের পাশে কাজ করার সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর দোকানে আগুনের ধোঁয়া দেখতে পাই। তাৎক্ষণিক চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানে থাকা অধিকাংশ মালামালই পুড়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরেছি। এছাড়াও ক্ষতিগ্রস্ত দেলবারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]