
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউখালী উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
৩ ফেব্রুয়ারি, শনিবার সকালে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
কার্যালয় উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসনিক কমান্ডার মো. স্বজল মোল্লা।
দক্ষিণ বাজারস্থ কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউখালী শাখার সভাপতি শাহাজাদী রেবেকা শাহীন চৈতি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ.কে.এম আবদুস শহীদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পিরোজপুর জেলা শাখার সভাপতি রেজাউল করিম সিকদার মন্টু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউখালী শাখার সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন পাভেল প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিবার্তা/রবিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]