
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ও চরমটুয়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে যুবলীগের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
২ ফেব্রুয়ারি, শুক্রবার বিকালে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু ১ হাজার মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, আন্ডারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হায়দার বকশি, নোয়াখালী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন আলো, যুবলীগ নেতা কায়সার হামিদ রকি, ইনসারুল করিম ধীমানসহ অনেকে।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ দলীয় রাজনীতির বাহিরে সামাজিক উন্নয়নমূলক সকল কাজের সঙ্গে যুক্ত। তীব্র শীতে যাতে করে নিন্ম আয়ের মানুষকে কষ্ট করতে না হয় সে জন্য যুবলীগ নোয়াখালীর প্রত্যান্ত অঞ্চলে শীতার্ত মানুষের মাঝে এ পর্যন্ত কয়েক হাজার কম্বল বিতরণ করেছে। এমন সহায়তা অভ্যাহত থাকবে বলেও জানান নেতৃবৃন্দ।
বিবার্তা/সুমন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]