
অপহরণের একদিন পর কক্সবাজারের পিএমখালী এলাকায় আবিদ নামক ৪ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
২ ফেব্রুয়ারি, শুক্রবার কক্সবাজারের পিএমখালীর জুমছড়ি এলাকায় অদূরে স্লুইসগেট নামক স্থানে এ ঘটনা ঘটে।
আবিদ ওই এলাকার মো. ইসহাকের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, পিএমখালীর জুমছড়ি এলাকায় স্লুইসগেটের পাশে একজন কৃষক ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়। সেই খবরটি এলাকায় চাউর হলে আবিদের পরিবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবিদের মৃতদেহ চিহ্নিত করে।
আবিদের মামা বদিউল আলম জানায়, গতকাল বিকেল থেকে আবিদকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি, মাইকিং করা হয়। এরপর রাত ৮টার দিকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে লিংকরোড এলাকায় যেতে বলে। পরে সেই স্থানে গেলে ওই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
লাশের খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।
বিবার্তা/ফরহাদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]