
গত ৩১ জানুয়ারি বিবার্তা টোয়েন্টিফোর ডটনেটে ‘চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ-এক কমিটিতেই ১১ বছর পার!’ শিরোনামে সংবাদ প্রকাশের পর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
কমিটিতে পদপ্রত্যাশীদের দুই কপি জীবনবৃত্তান্ত আগামী সাত দিনের মধ্যে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে দপ্তর সেলে জমা দিতে হবে’।
জীবনবৃত্তান্তের সঙ্গে সংযুক্ত করতে হবে-এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জন্মসনদের ফটোকপি, সকল বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি, সর্বশেষ পাসকৃত পরীক্ষার বৈধ সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি, অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদ (যদি থাকে) এর ফটোকপি।
বিবার্তা/জাহেদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]