
নওগাঁর মান্দায় খড়ি বোঝাই ভটভটির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজী গোবিন্দপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.মো. জয়নাল আবেদীন নিশ্চিত করে জানান, নিহত সানোয়ার হোসেন (২৩) উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকগোপাল গ্রামের মহশিন আলীর ছেলে।
তিনি আরোও বলেন, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজী গোবিন্দপুর মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা খড়ি বোঝায় ভটভটির সঙ্গে ধাক্কা লেগে সানোয়ার হোসেন নামে এক মোটরসাইকেলের চালক আহত হন। এরপর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করলে রাত সাড়ে ৮ টার দিকে তিনি মারা যায়।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোজাম্মেল হক কাজী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া করা হবে।
বিবার্তা/শামীনূর/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]