
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাহাঙ্গীর আলম (৪০), রুবেল আহম্মেদ (৩৫) ও মাছুম (৩৪) কে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক আসামিকে ৬ মাসের কারাদণ্ড সহ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু উত্তোলনের সময় মহেশপুর পুড়োপাড়া সড়কের বাথানগাছি গ্রামের বালু খোলা থেকে তাদেরকে আটক করা হয়।
এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন ধরে মহেশপুর পুড়োপাড়া সড়কের বাথানগাছি গ্রামের রাস্তায় বাথানগাছি গ্রামের ইউপি সদস্য রবিউল ইসলাম বালু উত্তোলন করে আসছিল। রবিউল ইসলাম আইনকে তোয়াক্কা না করেই ৮ বছর ধরে মহেশপুর পুড়োপাড়া সড়কের বাথানগাছি গ্রামের রাস্তার দুধারে বিশাল গর্ত করে এ বালু উত্তোলন করে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন জানান, অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে বাথানগাছি গ্রামের জাহাঙ্গীর আলম, রুবেল আহাম্মেদ ও মাছুমকে ৬ মাসের কারাদণ্ডসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]