
ঝিনাইদহের শৈলকুপায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার (৩১ জানুয়ারি) রাতে শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা ওই নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতিতার স্বজনরা জানায়, বুধবার রাতে রয়েড়া গ্রামের খালপাড়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই গ্রামের রিয়াজুল ইসলাম ঘরের দরজা ভেঙ্গে ওই নারীর ঘরে প্রবেশ করে। রিয়াজুলের সাথে থাকা মানি নামের আরেক যুবক নির্যাতিতার ১৩ মাস বয়সী মেয়েকে নিয়ে বাইরে চলে যায়। পরে রিয়াজুল তাকে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে রাত ২ টার দিকে ওই নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা ও তার স্বজনরা।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম চৌধুরী বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে আসামিদের আটক করা হয়েছে।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]