
সাভারের আশুলিয়ায় একটি অবৈধ হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় গণি জেনারেল হাসপাতাল সিলগালা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে গণি জেনারেল হাসপাতাল লাইসেন্স না দিয়ে মানুষের সাথে চিকিৎসা সেবার নামে প্রতারণা করে আসছিল। পরে রোগীদের অভিযোগের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।
পর্যায়ক্রমে সাভার-আশুলিয়ার প্রতিটি অবৈধ হাসপাতাল ও ক্লিনিকে এ ধরনের অভিযান চলবে বলে জানান তিনি।
এসময় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]