‘দেশীয় অস্ত্র কারো বাড়িতে পাওয়া গেলে মামলা হবে’
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১০
‘দেশীয় অস্ত্র কারো বাড়িতে পাওয়া গেলে মামলা হবে’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) মো. ইকবাল হোছাইন বলেছেন, আপনারা জানেন সারা জেলায় দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান আমরা শুরু করি। গত এক বছরে ১০ হাজারের বেশি দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। আপনাদেরকে পুলশিং সভার মাধ্যমে অনুরোধ করতে চাই। এ সমস্ত লাঠি, টেট্টা, বল্লম, ধনুক, তীর এগুলা সংগ্রহ করবেন না। এসব সংগ্রহ করলে যেকোনো সময় মেজাজ গরম হলে এসব হাতে নিয়ে আপনি অপরকে আঘাত করবেন। এই আঘাতে মারা যাচ্ছে বা আহত হচ্ছে আপনারই প্রতিবেশী বা আপনারই ভাই। আপনার কাছের একজন মানুষ।


অতিরিক্ত পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন, এটা কি ঠিক হচ্ছে? এ কাজ করা কি উচিত?


উপস্থিত সকলে হাত তুলে বলেন, এটা ঠিক কাজ না।


এ সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন বলেন, কোথাও দেশীয় অস্ত্র পরে থাকলে আপনারা পুলিশকে বলবেন। দেশীয় অস্ত্র উদ্ধার করে নিয়ে আসার জন্য। পুলিশ আপনাদের কথা শুনবে।


আজকের পরে পুলিশ যদি কারো বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র পাওয়া পায়। তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিবে এবং অস্ত্র আইনে মামলা হবে। এসব কথা বলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন।


বুধবার (৩১ জানুয়ারি) বিকালে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা কালিকচ্ছ বাজারে সরাইল থানা পুলিশের আয়োজিত বিশেষ বিট পুলিশং সভায় সভাপতিত্ব করেন, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল সার্কেল এর সহকারী পুলিশ সুপার মো. রকিবুল ইসলাম। এস আই মো. জয়নাল উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল থানা পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সহ-সভাপতি সাংবাদিক মো.আরিফুল ইসলাম সুমন। কালিকচ্ছ ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইসমাইল খান, সাংগঠনিক সম্পাদক আবু ছানা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী প্রমুখ।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com