
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিনসহ শামিম হোসেন (২৮) নামে অস্ত্র ব্যবসায়ী এক যুবককে আটক হয়েছে।
৩১ জানুয়ারি, বুধবার বিকেল ৩.৩০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়। সে একই ইউনিয়নের চরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে বিজিবি জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৬-এস সীমান্ত পিলার হতে আনুমানিক ২ কি. মি. বাংলাদেশ অভ্যন্তরে ভাগজোত ঘাট এলাকায় বিজিবি’র টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় ২টি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী শামিম হোসেন (২৮) কে আটক করা হয়। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করে বিজিবি।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]