
ফরিদপুরে আরএমটিপি প্রকল্পের আওতায় ‘ইকোলজি-বান্ধব নিরাপদ সবজির চারা উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে ফরিদপুর জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের গোবিন্দপুরের আলমাস এগ্রো এন্ড সবজি নার্সারিতে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) কর্তৃক উপ-প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
নিরাপদ সবজির চারা উৎপাদন ও বাজারজাতকরণে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মঞ্জুরুল রহমান। তিনি প্রকল্পের কার্যক্রম, নিরাপদ সবজির চারা উৎপাদন, উৎপাদিত সবজির বাজারজাতকরণের বিষয়ে উপস্থিত কৃষকদের উদ্বুদ্ধ করেন। এছাড়া নিরাপদ সবজির চারা উৎপাদন ও নিরাপদ সবজি চাষে কৃষকদের সমস্যা সমাধানে যেকোনো প্রয়োজনে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে বলেন।
প্রকল্পটির ভ্যালু চেইন কর্মকর্তা সত্যম কুমার রায়ের সভাপতিত্বে কৃষক মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলমাস হোসেন।
অনুষ্ঠানের সঞ্চালনার করেন সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটর শামীম খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পটির মার্কেটিং ম্যানেজারসহ স্থানীয় শতাধিক কৃষক।
বিবার্তা/মিলু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]