
জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই নাসিরনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। চলতি মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা হওয়ার খবরে সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন।
উপজেলার বিভিন্নস্থান ঘুরে দেখা যায় হাটবাজারের চা দোকান থেকে শুরু করে বাড়ির বৈঠকখানা পর্যন্ত চলছে উপজেলা নির্বাচন নিয়ে আলাপ আলোচনা।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে উপজেলা নির্বাচন হবে মার্চ মাসের দিকে। আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায় থেকে এবার ঘোষণা দেয়া হয়েছে এই নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এই ঘোষণা শুনে নাসিরনগরের সাধারণ মানুষের ধারণা এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে রেকর্ড সংখ্যক প্রার্থী নির্বাচনে অংশ নেবেন।
চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কে হবেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী। এবার থাকছে না কোনো দলীয় প্রতীক। তবে যাদের নাম আলোচনায় আসছে, তারা কেউ এখনো এই নিয়ে মুখ খুলতে রাজি নয়। তারা সিদ্ধান্ত পেতে চান এলাকার সংসদ সদস্যের কাছ থেকে।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]