সৌদি থেকে কফিনবন্দি হয়ে ফিরেছে লক্ষ্মীপুরের ইউসুফ
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১৩:৪৫
সৌদি থেকে কফিনবন্দি হয়ে ফিরেছে লক্ষ্মীপুরের ইউসুফ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের একটি ভবনের চাদ থেকে পড়ে মারা যায় ইউসুফ (২৫)। প্রায় পৌনে চারমাস আগে দেশটির আভা শহরে একটি ভবনের সাইনবোর্ড লাগাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার দুই মাস আগে ভাগ্যের অন্বেষণে দেশটিতে পাড়ি জমান তিনি ৷


নির্দিষ্ট সময়ের পর স্বাভাবিক নিয়মে ছুটি নিয়ে পরিবারের কাছে আসতে পারলো না ইউসুফ। দুর্ঘটনায় প্রাণ হারিয়ে কফিনবন্দি হয়ে দেশে ফিরতে হয়েছে তাকে।


ইউসুফের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের চাঁদখালী গ্রামে। তার বাবার নাম মো. ইব্রাহীম। চার ভাইয়ের মধ্যে পরিবারের সবার ছোট সন্তান ছিল ইউসুফ।


৩০ জানুয়ারি, মঙ্গলবার সকালে ইউসুফের জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এর আগে সোমবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় সৌদি আরব থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মৃতদেহের কফিনটি আসে। পরিবারের লোকজনকে জীবিত ইউসুফকে গ্রহণ করার বদলে তার কফিনবন্দি মৃতদেহ গ্রহণ করতে হয়েছে।


দেশে থাকাকালীন ইউসুফের মোবাইল মেরামতের ব্যবসা ছিল। সেটা ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান তিনি।


ইউসুফকে হারিয়ে পরিবার, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশী ও বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে আসে।


ইউসুফের ভাই আমিনুল ইসলাম রুবেল বলেন, ভাইকে জীবিত পাইনি, বিমানবন্দর থেকে তার মৃতদেহের কফিন এনেছি। এরচেয়ে বেদনা আর কি হতে পারে?


জানা গেছে, গত ৫ অক্টোবর সৌদি আরবের আভা শহরে একটি তিন তলা ভবনের উঁচুতে সাইনবোর্ড লাগাতে গিয়ে পড়ে গিয়ে মারা যায় ইউসুফ।


পরিবারের লোকজন জানায়, ঘটনার মাত্র ২ মাস আগে সৌদি আরবে নির্মাণশ্রমিক হিসেবে গিয়েছিলেন তিনি। ভবনে সাইনবোর্ড লাগানোর কাজ করতো সে। ঘটনার সময় একটি ভবনের সাইনবোর্ড লাগাতে ৩ তলার ছাদে ওঠে । এসময় বাতাসের তোড়ে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার।


কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলেও সেদেশের কোম্পানির পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। উল্টো পরিচিতজনদের আর্থিক সহায়তায় মৃতদেহ দেশে আনতে পেরেছে তার পরিবার।


বাড়িতে তার বাবা-মা, তিন ভাই এবং স্ত্রী ও আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।


বিবার্তা/সুমন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com