ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে ২৭ হাজার ১২১শ মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১৩:০২
ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে ২৭ হাজার ১২১শ মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার আবাদ বেড়েছে। এখন পর্যন্ত মাঠের অবস্থা ভালো। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে জেলায় সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।


এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, ভোজ্য তেলের চাহিদা মেটাতে এ বছর নতুন জাতের সম্প্রসারণের পাশাপাশি প্রায় ৩শ হেক্টর অতিরিক্ত জমিতে সরিষার আবাদ হয়েছে। শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশা থেকে ফসল রক্ষায় কারিগরি সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ দেয় হচ্ছে।


বিরূপ আবহাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার আবাদ কিছুটা ব্যাহত হলেও গত বছরের তুলনায় জেলায় প্রায় ৩শ হেক্টর অতিরিক্ত জমিতে সরিষার আবাদ হয়েছে।


চলতি মৌসুমে জেলায় সরিষার আবাদ হয়েছে ১৫ হাজার ৬৮৭ হেক্টর জমিতে । পাশাপাশি বেড়েছে নতুন জাতের সম্প্রসারণ। স্থানীয় জাতের পাশাপাশি রয়েছে নতুন জাতের বিনা-৯ ও বারি-১৪, ১৭ জাতের সরিষা।


চাষিরা জানান, শুরুতে বৃষ্টির কারণে কিছুটা ক্ষতি হলেও এখন মাঠের অবস্থা ভাল। আমন ও ইরির ফসলের মাঝামাঝি সময়ে বাড়তি ফসল হিসাবে সরিষার আবাদ করেছেন। বিঘা প্রতি ৪/৫ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি বিঘা জমিতে ৪/৫ মন ফলন পাওয়া যাবে বলে আশা করছেন।


কৃষি বিভাগ জানিয়েছে, আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় জেলায় ২৬ হাজার কৃষককে প্রতি বিঘা জমির জন্য ১ কেজি বীজ ও ২০ কেজি সার দেয়া হয়েছে। এ বছর জেলায় প্রায় ২৭ হাজার ১২১শ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে। বাজারে বর্তমানে প্রতিমন সরিষা ৩ হাজার থেকে ৩ হাজার ২ শ টাকা দরে বিক্রি হচ্ছে।


পর পর ২টি নিম্ন চাপের কারণে আবাদের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও চলতি মৌসুমে অতিরিক্ত প্রায় ৩শ হেক্টর অতিরিক্ত জমিতে সরিষা আবাদের কথা জানালেন জেলা কৃষি কর্মকর্তা সুশান্ত সাহা- উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া। তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা, এমন প্রত্যাশা সকলের ।


বিবার্তা/নিয়ামুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com