
ঝিনাইদহ সদরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিলা খাতুন নিহত হয়েছে। এঘটনায় পুলিশ নিহতের স্বামী রানাকে আটক করেছে।
২৯ জানুয়ারি, সোমবার বিকাল ৩ টায় পাগলাকানাই ইউনিয়নের কোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিলা খাতুন ওই গ্রামের শরিফুল ইসলামে মেয়ে। নিলা-রানা দম্পতির ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কোড়াপাড়া গ্রামের মেয়ে নিলা খাতুনের এক বছর আগে শৈলকূপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল ইসলামের ছেলে রানা হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এরই জের ধরে সোমবার বিকেলে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী রানা হোসেন স্ত্রীর নিলা খাতুনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে পরিবারের লোকজন জানতে পেয়ে আহত নিলাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, ঘটনার পর পরই পুলিশ ঘাতক স্বামী রানাকে পাগলাকানাই এলাকা থেকে আটক করে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]