
‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’এই স্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন (৪৫ তম বিজ্ঞান মেলা), ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি, সোমবার সকাল ১১ টায় ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
মেলায় স্কুলকলেজের শিক্ষার্থীরা ১৬টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে প্রতিটি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।
প্রদর্শনীর প্রথম দিনে কুইজ প্রতিযোগিতায় গুরুদাসপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ১ম, মশিন্দা মাধ্যমিক বিদ্যালয় ২য় ও খুবজিপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ৩য় স্থান অধিকার করে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, সমাজ সেবা অফিসার মো. শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ারসাংবাদিকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিবার্তা/জনি/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]