ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বিপাশা বাঁচতে চায়
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১৯:০১
ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বিপাশা বাঁচতে চায়
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের সামারকোল গ্রামের দিনমজুর সানোয়ারের কন্যা বিপাশা (১১) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন প্রদীপ নিভু নিভু।


হাসি খুশি প্রাণোচ্ছল এই সময়ে কে জানতো মরণব্যাধি ক্যান্সার বাসা বাঁধবে। দরিদ্র পরিবারের হলেও মেধাবী বিপাশা বাঁচতে চায়। সকলের দোয়া এবং সহযোগিতায় বাঁচতে পারে বিপাশা। আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।


বিপাশা ছোট কালিকাপুর বে: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। চককালিকাপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। তিন মাস ধরে ডাক্তার আর ঔষধের পেছনে ছুটতে গিয়ে হাঁপিয়ে উঠেছে দিনমজুর এই পরিবার।


২৮ জানুয়ারি, রবিবার দুপুরে সংবাদ পেয়ে ছুটে যান সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিন খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ সরকার, রানা মাসুদ। তারা সার্বিক খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন।


কেউ সহযোগিতা করতে চাইলে অগ্রণী ব্যাংক লিমিটেড, নাজিপুর শাখা, গুরুদাসপুর উপজেলা, নাটোর, সঞ্চয়ী হিসাব নং ০২০০০২১৬৯১১৪৭
(মেয়ের বাবা), এই একাউন্টে অর্থ সহযোগিতা পাঠাতে পারেন অথবা বিকাশ/নগদ নং ০১৩১৩-৫৬৩৬৫৬।


বিবার্তা/রাজু/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com