ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে দুই তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১৮:১৫
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে দুই তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থান থেকে দুই তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুইজনই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


২৮ জানুয়ারি, রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ দুইটি আখাউড়া থানা পুলিশ হেফাজতে নেয়া হয়।


পুলিশ ও এলাকা সূত্র জানায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী আব্দুল্লাহপুর এলাকার ইউনুস মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে শারমিন আক্তার (১৭) পরিবারের ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।


অপরদিকে, পৌরশহরের বড় বাজার এলাকার সাগর মিয়ার মেয়ে সুফিয়া (১৪) পারিবারিক কলহের জেরে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে তার মা শাহনাজ বেগমের দাবি, সুফিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন।


আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. জহির বলেন, দুই তরুণীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। আখাউড়া থানা পুলিশ দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।


আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বলেন, দুইজনই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com