
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে ইয়াবাসহ মো: বোরহান উদ্দিন শেখ (৩৩) নামের এক মাদককারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার বোরহান ১০ মামলার আসামি।
গ্রেফতারকৃত আসামি বোরহান উদ্দিন শেখ রাজবাড়ী সদরের বিনোদপুর লোকসেড এলাকার মৃত জামাল শেখের ছেলে।
২৭ জানুয়ারি, শনিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মো: মনিরুজ্জামান।
তিনি জানান, শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সিডিএমএস যাচাই করে ধৃত আসামি মোঃ বোরহান উদ্দিন শেখের বিরুদ্ধে পূর্বে চুরি ও মাদক মামলাসহ মোট ১০টি মামলা সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
এঘটনায় রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবি ওসি মনিরুজ্জামান।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]