
ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি লাগেজের ভেতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৭ জানুয়ারি, শনিবার এ ঘটনা ঘটে। ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার সকালে নতুন বাসস্ট্যান্ডের গোল্ডেন লাইন কাউন্টারের সামনে পড়ে থাকা লাগেজ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাগেজের তালা ভেঙ্গে ৪৫ বছর বয়সের এক ব্যক্তির লাশ দেখতে পায়।
স্থানীয়রা জানান, ভোরে রাজবাড়ি রাস্তার মোড়ের দিক থেকে মহেন্দ্রতে করে বাসস্ট্যান্ডে আসে এক নারী। বোরকা পরা ওই নারী ৪-৫ জন লোকের সহায়তায় লাগেজটি নামায়। পরে লাগেজটি গোল্ডেন লাইন কাউন্টারের সামনে একটি লাইটপোষ্টের পাশে রেখে দেয়। পড়ে থাকা লাগেজ দেখে সন্দেহ হলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়। এরপর লাশ উদ্ধার করা হয়।
ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান উজ্জামান জানান, নতুন বাসস্ট্যান্ডের গোল্ডেন লাইন কাউন্টারের পাশে একটি সন্দেহজনক লাগেজ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এ সময় লাগেজের তালা ভেঙ্গে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা মামলাসহ অপরাধীদের ধরতে তদন্ত চলছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]