মেঘনা নদী থেকে ৪২০ মন জাটকা জব্দ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১৯:০৪
মেঘনা নদী থেকে ৪২০ মন জাটকা জব্দ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালী হাতিয়ার মেঘনা নদী থেকে ১৬ হাজার ৮’শ কেজি (৪২০) মন জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। একই সাথে ১৬জন জাটকা পরিবহণকারীকে আটক করা হয়।


২৬ জানুয়ারি, শুক্রবার দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।


এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনার ঢালচর এলাকা থেকে জাটকাসহ তাদের আটক করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার হাতিয়ার ঢালচর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে ভোলার মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি ব্লাকহেডে অভিযান চালানো হয়। পরে ব্লাকহেডে তল্লাশি করে প্রায় ৪২০ মন জাটকাসহ ১৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরোয়ারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও অসহায় দুস্থ পরিবারের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


বিবার্তা/ইকবাল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com