
গোপালগঞ্জের মুকসুদপুরে ৯ বছরের শিশু ধর্ষণের পরে নির্মমভাবে হত্যা মামলার আসামি কৃষ্ণ বরকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
২৬ জানুয়ারি, শুক্রবার ভোর রাতে মুকসুদপুর থানার এস আই খায়রুল বাশারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার জলিরপাড় থেকে তাকে গ্রেফতার করে। পরে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানারা ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।
পরবর্তীতে শিশুর পিতা বাদী হয়ে কৃষ্ণ বরকে আসামি করে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরে সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য ২১ জানুয়ারি, রবিবার বেলা ১১টার সময় ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে ৯ বছরের শিশু ধর্ষণের পরে নির্মমভাবে হত্যা করে কৃষ্ণ বর।
বিবার্তা/সঞ্জয়/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]