
কুষ্টিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি, বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় চত্বরে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি কাঞ্চন কুমার হালদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট তানজিলুর রহমান এনাম, সচিব আব্দুর রহিম, কোষাধক্ষ্য আমিনুল হক, পরিচালক মো. ওলিউল্লাহ, আতিকুজ্জামান বিশ্বাস, রেজওয়ান আলী খান, সাজ্জাদ হোসেন রাকিব, আলী রেজা খান, মোহাম্মদ সুলতান মাহমুদ, পূজা পাল, তহমিনা ফেরদৌস, কাজী জীবন নাহার, সমিতির জেনারেল ম্যানেজার এস এম নাসির উদ্দিন।
সভা শেষে আগামী এক বছরের জন্য কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী কমিটি গঠন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক প্রকৌশলী এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক কামরুল আহসান মল্লিক, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার জসীম উদ্দীন।
নির্বাহী কমিটি গঠন সভায় আতিকুজ্জামান বিশ্বাস সভাপতি, তানজিলুর রহমান সহ-সভাপতি, আব্দুর রহিম সচিব ও আমিনুল হক কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]