ঘাটাইলে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত কৃষক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ২১:৪৬
ঘাটাইলে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত কৃষক
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। খাল-বিলের পানি নেমে যাওয়ার পরপরই বোরো ধান চাষের জন্য জমির আগাছা পরিষ্কার, হাল চাষ করে মই দিয়ে জমি প্রস্তুত করেছেন তারা। এখন শুরু করেছেন চারা রোপণ।


পৌষ ও মাঘ মাসের কনকনে শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপণ করছেন কৃষকরা। ভোর থেকে বিকাল পর্যন্ত চলে চারা রোপণের কাজ।



উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখো গেছে, ১৪টি ইউনিয়নের আবাদি জমিগুলোতে কৃষকরা তীব্র শীতের মধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত হাল চাষ, মই দেওয়া, সার প্রয়োগ, জমির আইল নির্মাণ, পানি সেচ, বীজতলা থেকে ধানের চারা তুলে তা জমিতে রোপণ করছেন। কর্মব্যস্ত কৃষক ও শ্রমিকদের মাঠেই খাবার খেতে দেখা যায়। শ্রমিকদের মজুরি হিসেবে প্রতিদিন জনপ্রতি ৫০০-৫৫০ টাকা দিচ্ছেন জমির মালিক।


উপজেলার কৃষি অধিদফতরের কর্মকর্তারা জানান, উপজেলার বোরো ধানের মধ্যে হাইব্রিড, উফশি, ব্রি-২৯, ব্রি-৮৯, ব্রি-৯০, ব্রি-২৮, ব্রি-৭৪সহ স্থানীয় জাতের ধানের চারা রোপণ করা হচ্ছে।


উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলা অনেকটা ভালো রয়েছে। উপজেলায় চলতি বোরো মৌসুমে প্রায় ২১ হাজার ৫৭৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের সব ধরণের পরামর্শ দেওয়া হচ্ছে।


বিবার্তা/খায়রুল/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com