
'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলা’২৩ উদ্বোধন করা হয়েছে।
২৪ জানুয়ারি, বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন, বীর বাহাদুর উশৈসিং এম.পি।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, শেখ মাহবুবুর রহমান ও ফাতেমা পারুল, সহকারী কমিশনার (ভূমি) এস. এম রাহাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. নুরুল আনোয়ার, থানা অফিসার ইনচার্জ মো. শামীম শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কী রানী দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ সহ প্রমুখ।
এসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় সরকারি মাতামুহুরী কলেজ, লামা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, কোয়ান্টাম কসমো কলেজ, কোয়ান্টাম কসমো স্কুল, গজালিয়া উচ্চ বিদ্যালয়, চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ, লামামুখ উচ্চ বিদ্যালয়, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়সহ ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণ করে।
দুই দিন ব্যাপী এই অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।
বিবার্তা/আরমান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]